Scrolling Text
  • ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২১ এর ফরম পূরণ আগামী ০২/০৩/২০২৩ তারিখ পর্যন্ত চলবে
Notice Board
  • বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪
    Readmore
  • ছুটির নোটিস
    Readmore
  • ছুটির নোটিস
    Readmore
  • ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
    Readmore

কলেজের সংক্ষিপ্ত ইতিহাস

মির্জা আগা মুহম্মদ বাকের এর নামে বাকেরগঞ্জ প্রতিষ্ঠিত হয়। তিনি উড়িয়্যার নায়েব নাযিম দ্বিতীয় মুর্শিদ কুলি খানের জামাতা। তিনি তৎকালীন বরিশাল জেলার প্রধান অংশ বুযুর্গ উমেদপুর এবং সলিমাবাদ পরগনার জমিদার ছিলেন।মুঘল আমলের এ দু’টি পরগনা বৃহত্তর বরিশাল জেলার বিশাল অংশে বিস্তৃত ছিল। ১৭৪১ সালে আগা বাকের বুযুর্গ উমেদপুরে একটি বড় গঞ্জ প্রতিষ্ঠা করেন। নিজের নামে এ গঞ্জের নামকরণ করেন বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ তৎকালীন একটি গুরুত্বপূর্ণ বন্দর রূপে গড়ে উঠে। এ অঞ্চলে পারসিক ও আর্মেনীয় বণিক ও কাশ্মীরি খাজরা লবণ ও চামড়ার ব্যবসা করতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানী আমলে ১৭৪৭ খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ জেলা নামটি ১৭৯৭  à¦¥à§‡à¦•à§‡ ১৯৯৩ সাল পর্যন্ত ছিল। ১৯৯৩ সালে বরিশাল বিভাগ সৃষ্টির ফলে বাকেরগঞ্জ নামটি জেলা থেকে বাদ দেয়া হয়। আগাবাকের খান এর স্মৃতি বিজড়িত বাকেরগঞ্জ নামটি বর্তমানে উপজেলাতেই সীমাবদ্ধ রয়েছে।

১৯৭০ সনে দেশের উত্তাল রাজনৈতিক সংঘাতময় বিপন্ন পরিবেশেও এলাকার কতিপয় শিক্ষানুরাগী নবীন-প্রবীণ ব্যক্তিবর্গ উচ্চ শিক্ষা বিস্তারের মহান ব্রত নিয়ে যে সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছিলেন, তারই পরিপক্ক ফসল আজকের এই বাকেরগঞ্জ সরকারি কলেজ।

১৯৭৮ সনে তৎকালীন সরকার কর্তৃক প্রদত্ত অর্থে কলেজের অস্থায়ী ঠিকানা পরিবর্তিত হয়ে স্থায়ী ঠিকানায় অবস্থান গ্রহণ করে। ১৯৮৩ সনে নির্মিত হয় মূল ভবন এবং পুরাতন বিজ্ঞান ভবন। ১৯৮৯  à¦¸à¦¨à§‡à¦° ২৫ জুলাই এক সরকারি ঘোষণার মাধ্যমে বাকেরগঞ্জ কলেজটি সরকারি কলেজের মর্যাদা পায়।

বর্তমানে সার্বিক সুশৃঙ্খল পরিবেশ, মেধাবী ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের সুযোগ্য তত্ত্বাবধানে শত শত মেধাবী ছাত্র-ছাত্রীদের চঞ্চল পদচারনায় কলেজ অঙ্গণ আজ জাগ্রত ও প্রাণ-চঞ্চল। এই কলেজ প্রতিষ্ঠার পর থেকে অনেক শিক্ষার্থী কৃতীত্বের সাথে এ কলেজ থেকে পাশ করে বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে প্রখ্যাত রাজনীতিবীদ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা, আইনজীবী এবং কবি ও সাহিত্যিক। প্রতি বছর কিছু শিক্ষার্থী জি.পি.এ-৫ নিয়ে কৃতকার্য হয়ে তারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।বর্তমানে এ কলেজে বাকেরগঞ্জ এলাকাবাসীর সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

College at a Glance

College at a Glance Page

College name : Bakerganj Government College, Barishal
College Website : www.bkgc.edu.bd
Established on : 1971
EIIN No : 100591
Area of Land : 8.36 acres

 

Date: 06-Oct-2024

Time: 09:01 PM

Prof. Shukla Rani Halder

             Bakerganj Govt. College is one of the best Colleges in the division of Barishal. It is an aged-old college. It has its own glory. Every year it snatches good result. Today online technology is part and parcel of our everyday life. So we don't want to stay back / behind. I think, this website will be beneficiary for our college to keep pace with the modern world.

Professor Dr. Shukdeb Chandra Mazumber

বাকেরগঞ্জ সরকারি কলেজের পথচলা দীর্ঘদিনের। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় উন্নতির ধারাবাহিকতায় কলেজের ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ছাত্র-শিক্ষক-অভিভাবক ও অন্যান্য সুধীজন কাঙ্ক্ষিত সেবা নিতে পারবেন বলে আমি আশাবাদী। যারা এটি তৈরিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।

 

Top