Scrolling Text
  • ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২১ এর ফরম পূরণ আগামী ০২/০৩/২০২৩ তারিখ পর্যন্ত চলবে

History of the College

মির্জা আগা মুহম্মদ বাকের এর নামে বাকেরগঞ্জ প্রতিষ্ঠিত হয়। তিনি উড়িষ্যার নায়েব নাযিম দ্বিতীয় মুর্শিদ কুলি খানের জামাতা। তিনি তৎকালীন বরিশাল জেলার প্রধান অংশ বুযুর্গ উমেদপুর এবং সলিমাবাদ পরগনার জমিদার ছিলেন। মুঘল আমলের এ দু’টি পরগনা বৃহত্তর বরিশাল জেলার বিশাল অংশে বিস্তৃত ছিল। ১৭৪১ সালে আগা বাকের বুযুর্গ উমেদপুরে একটি বড় গঞ্জ প্রতিষ্ঠা করেন। নিজের নামে এ গঞ্জের নামকরণ করেন বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ তৎকালীন একটি গুরুত্বপূর্ণ বন্দর রূপে গড়ে উঠে। এ অঞ্চলে পারসিক ও আর্মেনীয় বণিক ও কাশ্মীরি খাজরা লবণ ও চামড়ার ব্যবসা করতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানী আমলে ১৭৪৭ খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ জেলা নামটি ১৭৯৭  à¦¥à§‡à¦•à§‡ ১৯৯৩ সাল পর্যন্ত ছিল। ১৯৯৩ সালে বরিশাল বিভাগ সৃষ্টির ফলে বাকেরগঞ্জ নামটি জেলা থেকে বাদ দেয়া হয়। আগাবাকের খান এর স্মৃতি বিজড়িত বাকেরগঞ্জ নামটি বর্তমানে উপজেলাতেই সীমাবদ্ধ রয়েছে।

১৯৭০ সনে দেশের উত্তাল রাজনৈতিক সংঘাতময় বিপন্ন পরিবেশেও এলাকার কতিপয় শিক্ষানুরাগী নবীন-প্রবীণ ব্যক্তিবর্গ উচ্চ শিক্ষা বিস্তারের মহান ব্রত নিয়ে যে সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছিলেন, তারই পরিপক্ক ফসল আজকের এই বাকেরগঞ্জ সরকারি কলেজ।

১৯৭৮ সনে তৎকালীন সরকার কর্তৃক প্রদত্ত অর্থে কলেজের অস্থায়ী ঠিকানা পরিবর্তিত হয়ে স্থায়ী ঠিকানায় অবস্থান গ্রহণ করে। ১৯৮৩ সনে নির্মিত হয় মূল ভবন এবং পুরাতন বিজ্ঞান ভবন। ১৯৮৯  à¦¸à¦¨à§‡à¦° ২৫ জুলাই এক সরকারি ঘোষণার মাধ্যমে বাকেরগঞ্জ কলেজটি সরকারি কলেজের মর্যাদা পায়।

বর্তমানে সার্বিক সুশৃঙ্খল পরিবেশ, মেধাবী ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের সুযোগ্য তত্ত্বাবধানে শত শত মেধাবী ছাত্র-ছাত্রীদের চঞ্চল পদচারনায় কলেজ অঙ্গণ আজ জাগ্রত ও প্রাণ-চঞ্চল। এই কলেজ প্রতিষ্ঠার পর থেকে অনেক শিক্ষার্থী কৃতীত্বের সাথে এ কলেজ থেকে পাশ করে বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে প্রখ্যাত রাজনীতিবীদ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা, আইনজীবী এবং কবি ও সাহিত্যিক। বর্তমানে এ কলেজে বাকেরগঞ্জ এলাকাবাসীর সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


News
  • বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪
    Readmore
  • ছুটির নোটিস
    Readmore
  • ছুটির নোটিস
    Readmore
  • ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
    Readmore

Teachers organization


E-information


Information site


Top